মাগুরা: বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকা থেকে গফ্ফার মোল্যা (২৭) নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, রোববার রাত ৮টার দিকে মাগুরা সার্কিট হাউজের সামনে বিএনপি কর্মীরা বোমা মেরে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এ ঘটনায় গফ্ফারের সংশ্লিষ্টতা অভিযোগ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫