ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

ভবেরচরে বই বোঝাই ট্রাকে পেট্রোল বোমা, চালক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ভবেরচরে বই বোঝাই ট্রাকে পেট্রোল বোমা, চালক দগ্ধ ফাইল ফটো

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ার ভবের চর এলাকায় প্রাথমিক শিক্ষা বোর্ডের বই বোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২৭১৪) পেট্রোল বোমা ছুড়েছে বিএনপি-জামায়াতের হরতালকারীরা। এতে ট্রাকের চালক হারুণুর রশিদ দগ্ধ হয়েছেন।

আহত হয়েছেন তার সহকারী। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনে ট্রাকটির অর্ধেকের বেশি বই পুড়ে গেছে। ট্রাকটিতে প্রায় চল্লিশ হাজার বই ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ট্রাকটি গজারিয়া থানার হেফাজতে নেওয়া হয়েছে।

চালক হারুনুর রশিদ জানান, মেঘনা ব্রিজ পার হয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পেট্রোল বোমা পড়ে তার গাড়িতে। এতে তিনি দগ্ধ হন।

ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বাংলানিউজকে পেট্রোল বোমা ছোড়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা ছুটে এসে ট্রাকটির আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে জাতীয় টেক্সটবুক বোর্ডের (এনসিটিবি) একজন উর্ধ্বতন কর্মকর্তা এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এটি রাষ্ট্রবিরোধী কাজ। জাতির উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বইয়ের ট্রাকে এমন হামলা চালানো হচ্ছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, হামলাকারীদের আটক করার লক্ষ্যে তাদের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।