ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

সংকট নিরসনের দাবিতে

বগুড়ায় ইসলামী আন্দোলনের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বগুড়ায় ইসলামী আন্দোলনের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: চলমান রাজনৈতিক সংকট নিরসনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য সংলাপের দাবিতে সাদা পতাকা হাতে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১১টার দিকে জেলা শহরের সাতমাথায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।



মানববন্ধনে অংশ নিয়ে নেতারা বলেন, লাগাতার অবরোধ ও হরতালে জনজীবন বিপর্যস্ত প্রায়। শিক্ষার্থী নিয়মিতভাবে পড়াশোনা করতে পারছে না। মানুষের নিরাপত্তা নেই। প্রতিদিন পেট্রোল বোমা দিয়ে আহত ও দগ্ধ হচ্ছে অসংখ্য মানুষ।

তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কাছে দেশের প্রায় ১৬ কোটি মানুষ এখন জিম্মি। সুতরাং দেশকে শান্ত ও দেশের মানুষের নিরাপত্তার কথা ভেবে সংলাপের মধ্য দিয়েই সংকট উত্তরণ করতে হবে।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা রবিউল হাসান, প্রভাষক মীর মাহমুদুর রহমান, আরাফাত বিন আশরাফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   
 
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।