ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

সাইন্সল্যাব মোড়ে ঢাবির বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সাইন্সল্যাব মোড়ে ঢাবির বাসে আগুন ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রাজধানীর সাইন্সল্যাবে সিটি কলেজের সামনের রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি শিক্ষার্থী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বাসটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিল। এসময় বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সমাবেশ করতে না দেওয়া, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তারা অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও দিয়ে আসছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।