ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, ফেব্রুয়ারি ৫, ২০১৫
খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

খুলনা: খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য সচিব মাসুদুর রহমানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ মংলাপোতা এলাকায় তাকে কোপানো হয়।



এ ঘটনায় জড়িত সন্দেহে জনি ও আজিজ নামে দুজনকে আটক করেছে পুলিশ।

এর আগে মাসুদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে জানান, মাসুদ তার বন্ধুদের নিয়ে সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ওই এলাকায় অভিযান চালিয়ে জনি ও আজিজ নামে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু সন্ধ্যায় বাংলানিউজকে জানান, এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়। স্থানীয়ভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫  




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।