ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ফখরুলের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ফখরুলের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টানা পাঁচদিনের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন।



রিট আবেদনে তিনি দাবি করেন, টানা রিমান্ডে নেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিমান্ড সংক্রান্ত নির্দেশনার পরিপন্থী।

বিচারিক আদালতের আদেশে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে পাঁচদিনের রিমান্ডে আছেন মির্জা ফখরুল। এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন ফখরুল। এ রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ফের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে আদালত টানা এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।