ঢাকা: কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) মত বিনিময় করবে ঢাকা মহানগরের জাতীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ও নারী সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ মত বিনিময় হবে।
একইদিন বিকাল ৪টায় একই স্থানে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে মত বিনিময় করবে পেশাজীবী সমন্বয় পরিষদ (আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী ইত্যাদি), আলেম-ওলামা-মাশায়েখ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম কর্মসূচিতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫