ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

শ্রীনগরে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, ফেব্রুয়ারি ৫, ২০১৫
শ্রীনগরে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জ: নাশকতার অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগরে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন পাঠানকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার লস্করপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
শ্রীনগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফ হেসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা ২০১৪ সালে অবরোধের সময় গাড়ি পোড়ানো মামলার চার্জশিটভুক্ত আসামি।
 
এছাড়া, চলমান অবরোধ-হরতালে নাশকতার পরিকল্পনা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
 
গ্রেফতারের পর শ্রীনগর থানা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।