ঢাকা: হরতাল চলাকালে প্রধান বিচাপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল বিচারপিতদেরকে আদালতের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একই সঙ্গে ‘নিরাপত্তার স্বার্থে’ হরতাল চলাকালে আদালতের নিয়মিত কার্যক্রম অংশগ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার লিখিত সিদ্ধান্তগুলো উপস্থাপন করেন আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সমিতির সহ সভাপতি এম খালেদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইনজীবী এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, তাজুল ইসলাম, জামিল আক্তার
এলাহি, মো. আকতারুজ্জামান ও মির্জা আল মাহমুদ প্রমুখ।
সভায় ‘বন্দুকযুদ্ধে নিহত’ হওয়ার বিষয়ে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করার দাবি জানানো হয়।
সভায় প্রধান বিচারপতির অনুরোধে বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে সকল সদস্যদের আইডি কার্ড পরিধান করে সুপ্রিম কোর্টে প্রবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫