ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

৭২ ঘণ্টা হরতাল সফল করার আহ্বান এনডিপি’র

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, ফেব্রুয়ারি ৭, ২০১৫
৭২ ঘণ্টা হরতাল সফল করার আহ্বান এনডিপি’র

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা রোববার থেকে ৭২ ঘণ্টার হরতালের সঙ্গে সম্মতি প্রকাশ করে হরতাল সফল করার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সংগঠনের দফতর সম্পাদক মো. মুছা স্বাক্ষরিক এক বিবৃতিতে এ আহ্বান জানান চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।



বিবৃতিতে তারা বলেন, বর্তমান অবৈধ সরকার তাদের ক্ষমতায় থাকার জন্য বোমাবাজি অব্যাহত রেখেছে। গাইবান্ধায় পেট্রোল বোমায় জীবন্ত ৫ জন দগ্ধ হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। আমরা এর প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। এর আগেও একইভাবে কুমিল্লাতে ৯ জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সেখান থেকে ছাত্রলীগের ৩ জনকে বর্তমান অবৈধ সরকারের মন্ত্রী চৌদ্দগ্রামের মজিবুল হক ছাড়িয়ে নিয়ে প্রমাণ করেছেন এই ঘটনার সঙ্গে তারাই জড়িত।

বিবৃতিতে বলা হয়,  প্রতিটি ঘটনা ঘটার পরপরই ২০ দলীয় জোটনেত্রীকে ১নং হুকুমের আসামি করা হচ্ছে। আমাদের প্রশ্ন বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান  কার্যালয়ে টেলিফোন নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই তাহলে তিনি হুকুম দিচ্ছেন কি করে। এভাবে মিথ্যাচার করে সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না।

তারা বলেন, এখনও সময় আছে দেশকে আর অস্থির করে না তুলে দেশের মানুষের দিকে তাকিয়ে অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তা না হলে জনগণের আন্দোলনে আপনাদের পতন কেউ ঠেকাতে পারবে না।

নেতৃদ্বয় গাইবান্ধা ও বরিশালে অগ্নিদগ্ধ হয়ে যারা নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। যারা অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থ্যতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।