ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ভালুকায় চিকিৎসক-নার্সদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ভালুকায় চিকিৎসক-নার্সদের মানববন্ধন ছবি : প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের নামে হত্যা, সন্ত্রাস, পেট্রোলবোমা মেরে ম‍ানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানবন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একে এম মুঞ্জুরুল হক, ডা. আনিসুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক সাইফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আ. মতিন প্রমুখ।

সমাবেশ করতে না দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ ও এর পাশাপাশি হরতাল কর্মসূচি পালন করছে ২০ দলীয় জোট। হরতাল-অবরোধে পেট্রোল বোমা মেরে মারা হচ্ছে দেশের সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।