ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের ‘পিলে চমকানো কাহিনী’ শোনালেন রনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, সেপ্টেম্বর ৩, ২০২৫
ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের ‘পিলে চমকানো কাহিনী’ শোনালেন রনি গোলাম মাওলা রনি

ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের ‘পিলে চমকানো কাহিনী’ তুলে ধরলেন রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ ঘটনা জানান।

স্ট্যাটাসে রনি লেখেন, ২০২৪ সালের ডামি নির্বাচনের মনোনয়ন বাণিজ্য নিয়ে এক পিলে চমকানো কাহিনী তার কানে এসেছে। তিনি জানান, এক ডামি সংসদ সদস্যের খোঁজ নিতে গিয়ে জানতে পারেন— সম্প্রতি ওই এমপি দেশ ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ২০২৪ সালের আমি ডামি নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের এক পিলে চমকানো কাহিনী শুনলাম আজ! এক ডামি এমপির হালহকিকত জানতে চাইলাম! ফোনের অপরপ্রান্ত জানালো- এতদিন দেশেই ছিল, সপ্তাহ খানেক আগে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেছে।  

আমি বললাম- সে পালালো কেন? সে তো তেমন দুর্নীতি করেনি! আমার সঙ্গে কথা বলা লোকটি বললো- অনেক দুর্নীতি করেছে। এই বছর ৬০ কোটি টাকা ঘুষ দিয়ে নমিনেশন কিনেছে। আমি বললাম- এতো টাকা তো ওর পক্ষে দুর্নীতি করে কামাই করা সম্ভব নয়! উত্তরে লোকটি জানালো- মনোনয়ন বাণিজ্যের যে চক্রটি ৬০ কোটি টাকা ঘুষ নিয়েছে তারাই সেই এমপির নামে ১২০ কোটি টাকার একটি ব্যাংক ঋণ ম্যানেজ করে দিয়েছিল। ঘুষখোররা নিয়েছে ৬০ কোটি- ব্যাংকের দুর্নীতিবাজরা নিয়েছে ১০-১৫ কোটি আর বাকিটা নিয়েছে সেই ডামি এমপি! কাজেই পালানো ছাড়া তার কোনো উপায় ছিল না!

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।