ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনদের দায়ের করা মামলায় জাকির হোসেন (৩৬) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন (৩৬) আশুলিয়ার ভাদাইলের পূর্বপাড়া আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি আশুলিয়ার থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনদের দায়ের করা মামলার আসামি জাকির হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশুলিয়ার থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে তথ্য রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার ভাদাইল থেকে জাকির হোসেন নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।
এএটি