ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এনসিপির দুই শাখার কমিটি দিতে গঠিত টিমের তত্ত্বাবধায়ক নিজাম, সংগঠক আসাদ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, এপ্রিল ৩০, ২০২৫
এনসিপির দুই শাখার কমিটি দিতে গঠিত টিমের তত্ত্বাবধায়ক নিজাম, সংগঠক আসাদ নিজামউদ্দিন ও আসাদ বিন রনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি গঠনের জন্য গঠিত টিমের তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন দলের যুগ্ম-সদস্য সচিব নিজামউদ্দিন। আর সংগঠকের দায়িত্ব পেয়েছেন দলের যুগ্ম সংগঠক আসাদ বিন রনি, মো. রাসেল আহমেদ ও ফয়সাল আহমেদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত প্যাডে এ টিম ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে টিমের সদস্যরা কেন্দ্রীয় চার সদস্যের সাংগঠনিক টিমের সঙ্গে সমন্বয় করে কমিটি গঠন করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।