কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই মিজান মিয়া (৪০) নিহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া (৪০) ওই এলাকার মতি মিয়ার ছেলে। তিনি স্থানীয় কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার চরেরকান্দা এলাকার সেনবাড়ির মতি মিয়ার চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার (৭ এপ্রিল) সকালে মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্য বাড়ির পাশে টয়লেট স্থাপন নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় সেখানে গিয়ে মিজান ঝগড়া থামানোর চেষ্টা করলে উভয়ের আঘাতে গুরুতর আহত হন। এ অবস্থায় মিজানকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এসআই