ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

শিগগিরই নেতা-নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন: টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
শিগগিরই নেতা-নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন: টুকু বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদী সরকার ও তার দোসররা এ দেশে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। পতিত ফ্যাসিবাদ যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের জনগণকে হত্যা করেছে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে 'বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫', উপলক্ষে দুরন্ত ১৬ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

টুকু বলেন, দ্রুত সময়ের মধ্যেই আমাদের নেতা এবং নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন।  

নির্বাচন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি হচ্ছে নির্বাচন। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারে নাই। প্রায় তিন কোটি ৬০ লাখ তরুণ ভোটার হওয়া সত্যেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে এই দেশের মানুষজন। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।

তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা সরকার দ্রুত পূরণ করবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে এই দাবি সবসময় জানিয়ে যাচ্ছি। যত তারাতাড়ি সম্ভব নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এ কারণে আমরা এই সরকারকে সহযোগিতাও করে যাচ্ছি। যেহেতু এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি সেটি পূরণ করতে যৌক্তিক সময়ে সরকার পদক্ষেপ নেবে।

তবে দলের পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, দলের একটি নীতি নির্ধারণী কমিটি রয়েছে। তাই দল পরবর্তী কি সিদ্ধান্ত নেবে সেটি তারাই বলতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।