রাজশাহী: ৫ আগস্ট পরবর্তী সময়ে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের জন্য আরেকটা অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই আবারও এমন অপচেষ্টা চলছে।
জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
আমানউল্লাহ আমান বলেন, আমাদের মুখে এক অন্তরে আরেক কথা। আমরা মুখে যা বলি আমাদের অন্তরে তা প্রতিফলিত হয় না। সুতরাং আমাদের মনে এক কথা এবং অন্তরে আরেক কথা নেই। কথা যদি মিথ্যা হয়, তাহলে আলোচনা হোক।
তিনি বলেন, ‘আমরা দেখেছি মীর মুগ্ধকে কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়তে। আমাদের ভুলে গেলে হবে না আমাদের ভাইয়েরা কিসের জন্য রক্ত দিয়েছিল। সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে দেখেছি সেই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সেই ফ্যাসিবাদীদের পুনর্বাসনের জন্য আরেকটা অপচেষ্টা চলছে। ’
তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইসলামের খেদমতে অনেক কাজ করেছেন। আমরা দেখি অনেক ইসলামী সংগঠন শুধু লেবাসধারী যারা ইসলামের কথা বলে মানুষের ধর্মানুভূতিতে আঘাত আনে। কিন্তু তাদের ইসলামের প্রতি কোনো প্রকার অবদান বাংলাদেশে নেই। যখন আওয়ামী লীগ ইসলাম ও কুরআনের ওপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে উঠিয়ে নিয়েছিল তখন এ ইসলামী সংগঠন কি কর্মসূচি দিয়েছিল? ইসলামকে নিয়ে যখন একেক জন ফতোয়াবাজ একেক রকম কথা বলেন। আমরা দেখেছি বিভিন্ন দরবার খুলে ইসলামের অপব্যাখ্যা দেওয়া হয়েছে। এগুলো আমরা জাতির সামনে তুলে ধরে প্রশ্ন করতে চাই। পবিত্র কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা; যার ৬৬৬৬ আয়াতের একটি আয়াতের বিপরীতে যাওয়া যাবে না। ’
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতা শুরু হলে ছাত্রদলের এ অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, রাবি কেন্দ্রীয় মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মোহাম্মদ শাহাজল ইসলাম, রাবি শাহ মখদুম হল মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মোহাম্মদ ইসরাফিল ও শহীদ হবিবুর রহমান হল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ফাত্তাহ।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসএস/আরআইএস