ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

মাগুরায় জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, অক্টোবর ৩০, ২০২৩
মাগুরায় জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

মাগুরা: মাগুরায় রোববার (২৯ অক্টোবর) বিএনপির হরতাল চলাকালে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকান্দার আলী জানান, বিকেলে শহরের মসলা গবেষণা কেন্দ্র এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি রোববার হরতাল চলাকালে শহরের ভায়না এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগ ও ভাঙচুরের মামলার অন্যতম আসামি।  

এর আগে রোববার রাতে এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ভুক্তভোগী বাস মালিক মুশারফ হোসেন ৪৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।