ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

আসুন আ.লীগের রাজনীতি প্রত্যাখ্যান করে শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করি: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, আগস্ট ৯, ২০২৫
আসুন আ.লীগের রাজনীতি প্রত্যাখ্যান করে শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করি: মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

নারায়ণগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আসুন আমরা আওয়ামী লীগের হিংসা বিদ্বেষ দমন পীড়নের রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে শান্তির রাজনীতি তৈরি করি, ধৈর্যের রাজনীতি প্রতিষ্ঠা করি।

শনিবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মতিন চৌধুরীর স্মরণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি মতিন চৌধুরীর প্রশংসা করি। দীর্ঘ ত্রিশ বছরে প্রমাণ হয়েছে তার চিন্তাধারাই সঠিক। এ শীতলক্ষ্যার ওপর ব্রিজ করতে তিনি আমাকে পত্র দিয়েছিলেন। রাজধানীর সঙ্গে যোগাযোগের জন্য এ ব্রিজ তিনিই করেছিলেন, আমাকে চিঠি দিয়েছিলেন। আমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় নিজের হাতে এ চিঠি তার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। অথচ এ ব্রিজটির নাম মতিন চৌধুরীর নামে হয়নি।

আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমি দাবি জানাই আপনারাও দাবি করবেন এ ব্রিজের নাম যেন মতিন চৌধুরীর নামে নামকরণ করা হয়। ভোলাব ইউনিয়ন আমাদের প্রতিবেশী। আমি বলেছি নরসিংদী ও নারায়ণগঞ্জ আমরা প্রতিবেশী, ভাই ভাই।

মতিন চৌধুরীর ঘনিষ্ঠ ও ভোলাব ইউনিয়নের প্রায় বিশ বছর চেয়ারম্যান ছিলেন মানিক চেয়ারম্যান। আমি তিনি ও মতিন চৌধুরী একসঙ্গে গল্প করতাম। এ সংযোগ আজকের দিনে দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মতিন চৌধুরীর আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। বেগম জিয়া আমাদের প্রতিহিংসার রাজনীতির শিক্ষা দেননি। তিনি আমাদের সহাবস্থান শিখিয়েছেন। তারেক রহমানও আমাদের নেতা, তিনিও আমাদের প্রতিহিংসার রাজনীতির শিক্ষা দেননি। রাজনীতি হবে সহাবস্থানের, বন্ধুত্বের।

আমরা চাই এ সরকার জনগণের তাদের প্রতি যে আশ্বাস তাদের ওপর সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনে সময় ঘোষণা করেছেন। আমরা আশা করছি আগামী রমজানের আগেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের ভোটাররা অর্থের বিনিময়ে ভোট দেয় এটা সত্যি হতে পারে না। আপনারা সঠিকভাবে বিবেচনা করে আপনার এলাকার সবচেয়ে ভালো প্রার্থীকে ভোট দেবেন। এ বিষয়ে কোন আপস করবেন না। এ বিষয়ে আপস করলে জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যাবে।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।