ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপি নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, ডিসেম্বর ১২, ২০২২
নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপি নেতারা

ঢাকা: পাঁচ দিন পর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এসেছেন বিএনপি নেতারা।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।

এসময় বিএনপি নেতারা গত ৭ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের ভাঙচুর হওয়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।