ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, নভেম্বর ২৮, ২০২২
বরগুনায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা-কেওয়াবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মহিষকাটা গ্রামের আকন বাড়ির ইসরাইল আকনের ছেলে আলম (৩০) ও আব্দুল্লাহ (২৮)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, সন্ধ্যার দিকে মহিষকাটা-কেওয়াবুনিয়ার মাঝামাঝি এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ভাঙারি মালামালবোঝাই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাঙারি ব্যবসায়ী নিহত হন। তারা দুজন সম্পর্কে আপন ভাই।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।