ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, নভেম্বর ২৮, ২০২২
বাগেরহাটে আড়াই কেজি গাঁজাসহ  মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সিরাজ মোল্লা (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া এলাকার টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে থাকা ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটক সিরাজ মোল্লা বরিশাল জেলার মুলাদী উপজেলার তয়কা গ্রামের আজগর মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ শহরের ভাড়া থাকতেন।

বাগেরহাট জেলা পুলিশ মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ সিরাজ মোল্লাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।