ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান সহযোগীসহ বিরুলিয়া থেকে গ্রেপ্তার  

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, জুলাই ২৯, ২০২৫
সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান সহযোগীসহ বিরুলিয়া থেকে গ্রেপ্তার  

সাভারের বিরুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাবনার সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতার ভয়ংকর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে প্রিজন ভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে। এরআগে গতকাল সোমবার রাত সাড়ে ৯ টায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২), তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান। অপরজন হলেন একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)। তিনি সোহেল রানা খোকনের সহযোগী বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশজুড়ে আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এছাড়া খোকনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী আসামিদের আদালতে পাঠানো হবে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।