ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, নভেম্বর ২৮, ২০২২
খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু 

খুলনা: খুলনা মহানগরীর শিরোমনি আপু এলাকায় ট্রেনের ধাক্কায় সরকারী আযম খান কমার্স কলেজের শিক্ষার্থী আব্দুল আজিজের (২০) মৃত্যু হয়েছে।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে খানজাহান আলী থানাধীন, শিরোমণি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে।

 

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোল্লা মোঃ খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ১টার সময় আজম খান কমার্স কলেজ-এর স্নাতক প্রথম বর্ষের ছাত্র আব্দুল আজিজ (২০) খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তার পিতার নাম আব্দুল আজিজ।  

স্থানিয়রা জানায়, সকাল থেকে আজিজ ওখানে ঘোরাঘুরি করছিল, এক পর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

স্থানিয়রা আরো জানান, সকাল থেকে ফোন নিয়ে খুব বিব্রত অবস্থায় ঘোরাঘুরি করছিল এবং ট্রেন আসার সময় রেল লাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিল। লোকজন তাকে ডাকলেও সে কথা শোনেনি। একপর্যায়ে ট্রেনে ধাক্কায় লেগে নিহত হয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে খান জাহান আলী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

জিআরপির ওসি বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।