ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের দেহ দ্বি-খণ্ডিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, নভেম্বর ২৭, ২০২২
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের দেহ দ্বি-খণ্ডিত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর রেলপথে হাতিখানা বানিয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে মেহেদী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

রোববার রাতে (২৭ নভেম্বর) দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত মেহেদী শহরের রসুলপুর এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, ট্রেনে কাটা পড়া ওই তরুণের দেহটি দ্বি-খণ্ডিত হয়ে রেললাইনের দুই পাশে পড়ে ছিল। পরিবার খবর পেয়ে সেখানে ছুটে আসে এবং রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক শফিউল ইসলাম জানান এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এমএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।