ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুর আ.লীগ কমিটি: সভাপতি আউয়াল, সম্পাদক হাকিম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, নভেম্বর ২৭, ২০২২
পিরোজপুর আ.লীগ কমিটি: সভাপতি আউয়াল, সম্পাদক হাকিম  সভাপতি একেএমএ আউয়াল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার (বাঁ থেকে)

পিরোজপুর: পিরোজপুর জেলা আ.লীগের কমিটি গঠন করা হয়েছে। সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই স্বপদে বহাল রয়েছেন।

 

সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।  

রোববার (২৭ নভেম্বর) জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার পর কাউন্সিলের মাধ্যমে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।  

এছাড়া সদ্য সাবেক জেলা কমিটির ১নং সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমকে জাতীয় কমিটির সদস্য হিসেবে প্রস্তাব করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনের ভার্চুয়ালি উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী এবং আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রধান অতিথি  ছিলেন  আ.লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।   

বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পিরোজপুর -১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিজ সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পৌর মেয়র হাবিবুর রহমান মালেকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।