ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, নভেম্বর ২৫, ২০২২
রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঢাকা: রাজধানীর ইসিবি চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় ৬০ বছরের এক নারী নিহত হয়েছেন। ঘটনার সময় তার হাত ধরা ছিল পাঁচ-ছয় বছরের এক শিশু।

তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান।  শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে মোটামুটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ।  

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক এই তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধার জাতীয় পরিচয়পত্র  পাওয়া গেছে। তার নাম কুলসুম বেগম।  তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ বলে আমরা জানতে পেরেছি। তার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় শিশুটি সামান্য আহত হয়েছে।

তিনি বলেন, শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে।   

মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২১৪, নভেম্বর ২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।