ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বাস-অটোরিকশা সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, নভেম্বর ২৫, ২০২২
বাস-অটোরিকশা সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ৪ ফাহিম আহমদ

সিলেট: সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চারযাত্রী।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জগন্নাথপুর সড়কের পূর্ব চান্দশিরকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ফাহিম ওই উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ফাহিম এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বিশ্বনাথ পৌর শহরের একটি কেন্দ্রে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ফাহিমসহ পাঁচ যাত্রী আহত হন। তাদের মধ্যে ফাহিমকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।