ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, নভেম্বর ৪, ২০২২
গোপালগঞ্জে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাইককান্দি ফকিরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের নুরুল হক সিকদারের ছেলে নিয়ামুল সিকদার (২৮) ও মাটলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আমজাদ আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্যালক মোস্তাইনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে দুলাভাই খাটিয়াগড় থেকে শ্বশুরবাড়ি মাটলা গ্রামে যাচ্ছিলেন। পথে উপজেলার পাইককান্দি ফকিরপাড়া নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ স্বজন‌দের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর ক‌রে‌ছে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।