ঢাকা: পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সাব-ইন্সপেক্টরদের (এসআই) প্রতি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
বুধবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম বা দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে ডিএমপি কমিশনার আরও বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ; তাই এর মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষতা প্রমাণের বড় সুযোগ, যা কাজে লাগাতে হবে।
ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইদের মধ্যে দ্বিতীয় ধাপে ৪৪৪ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সকল সাব-ইন্সপেক্টরদের এ ধরনের ব্রিফিং প্রদান করবেন বলে জানান ডিএমপি কমিশনার।
এমএমআই/এসআইএস