ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, নভেম্বর ৪, ২০২২
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মামুনুর রশিদ মামুন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সালিরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মামুন উপজেলার হেমুমাঝপাড়া গ্রামের মৃত তজ্জমুল আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের জবেদ আলীর ছেলে কাওছার আহমদ (১৮) ও সোয়াব আলীর ছেলে আনিছুর রহমান (২০)। তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২ 
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।