ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ইন্দুরকানীতে গাছসহ গাজাঁ চাষি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, নভেম্বর ৪, ২০২২
ইন্দুরকানীতে গাছসহ গাজাঁ চাষি আটক

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে গাছসহ মো. সোহেল হাওলাদার (২৫) নামে এক গাঁজা চাষিকে আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে তাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়।

আটক সোহেল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া বাজার এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে।

ইন্দুরকানী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সোহেল হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়িতে চাষ করা গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। সোহেলের বাড়ির ছাদ থেকে গাছের টবসহ দুইটি গাঁজার গাছ জব্দ করে পুলিশ। সেগুলোর উচ্চতা ছিল ৫ ফুট ৬ ইঞ্চি ও ৪ ফুট ৬ ইঞ্চি। ওই গাঁজা চাষি গত তিন মাস ধরে গাছ দুইটি পরিচর্যা করছিলেন বলেও জানানো হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, গাঁজার গাছসহ মো. সোহেল হাওলাদারকে আটক করা হয়েছে। গাজা গাছ বিক্রির উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।