ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, নভেম্বর ৪, ২০২২
ফেনীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে (০৪ নভেম্বর) উত্তর শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন ওই তরুণ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর জানান, এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে লাকসাম জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসএইচডি/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।