ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

এবার বরিশালে মাইক্রোবাস চলাচলও বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, নভেম্বর ৩, ২০২২
এবার বরিশালে মাইক্রোবাস চলাচলও বন্ধ

বরিশাল: বৃহস্পতিবার রাত ১২টা থেকে বরিশালে মাইক্রোবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ দিন সন্ধ‌্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা মাইক্রোবাস মালিক সমিতির সদস‌্য মো. ফরিদ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে বরিশাল থেকে সকল স্থানে মাইক্রোবাস চলাচল বন্ধ করা হয়েছে। একই সাথে দেশের কোনো স্থান থেকে বরিশালে মাইক্রোবাস আসবে না। ৫ নভেম্বর পর্যন্ত মাইক্রোবাস বন্ধ থাকবে।

মাইক্রোবাস চলাচল বন্ধের কারণ জানতে চাইলে মাইক্রোবাস মালিক সমিতির এই নেতা কোনো সদুত্তর দিতে পারেননি।

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন থেকে সমাবেশের দিন পর্যন্ত বাস, লঞ্চ, স্পিড বোট ও থ্রি হুইলার চলাচল বন্ধ ঘোষণা করা হয় বিভিন্ন কারণ দেখিয়ে। বিএনপির নেতারা বলছেন সমাবেশ বানচাল করতে সরকার এই ষড়যন্ত্র করছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।