ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, অক্টোবর ২৮, ২০২২
নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে একটি নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে আনিসুর রহমান নামে (৩০) এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে সাভার পৌর এলাকার ছায়াবিথী জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আনিসুরের বাড়ি কিশোরগঞ্জে। তিনি সাভারের আড়াপাড়া এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ জানায়, ছায়াবিথী জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় ২১ জন ব্যক্তি একটি ছয়তলা ভবন নির্মাণ করে আসছিলেন। দুপুরে ছয়তলা ভবনের পাঁচতলায় রাজমিস্ত্রি আনিসুর কাজ করার সময় পা পিছলে দোতলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।  

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস জানান, মরদেহ ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।