ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, অক্টোবর ২৮, ২০২২
গোবিন্দগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৭০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উপজেলার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটার্জি বাংলানিউজকে জানান, সকালে নাসিরাবাদ এলাকায় ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে মরদরটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, রাতে অথবা ভোরের কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তসহ নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি ইউপি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।