ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় পথচারির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, অক্টোবর ২৮, ২০২২
সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় পথচারির মৃত্যু

সিলেট: সিলেটে-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে নোহা মাইক্রোবাসের ধাক্কায় আজির উদ্দিন (৬৫) নামে এক পথচারির মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দরগাঁও পয়েন্টে এ ঘটনা ঘটে।


 
নিহত আজির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, ঘটনার সময় সড়ক পারাপারকালে কোম্পানীগঞ্জগামী একটি মাইক্রেবাস (নোহা) বৃদ্ধ আজির উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
সালুটিকর পুলিশ ফাঁড়ির পরিদর্শ (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারকালে একটি নোহা মাইক্রোবাস বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিককেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় দায়ী নোহা মাইক্রোবাস চালককে আটক করা যায়নি।
 
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, অক্টোর ২৭, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।