ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কদমতলীতে গাঁজাসহ কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, অক্টোবর ২৭, ২০২২
কদমতলীতে গাঁজাসহ কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে মো. তুষার নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৬ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কদমতলী থানার দক্ষিণ মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ কেজি গাঁজাসহ তুষারকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি তুষার সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।  

আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।