ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে আগুনে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, অক্টোবর ২৫, ২০২২
মানিকগঞ্জে আগুনে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

ঢাকা: মানিকগঞ্জ সদরে একটি বাসায় চুলার আগুনে ২ বছরের শিশুসন্তানসহ স্বামী-স্ত্রীর দগ্ধ হয়েছে।  আশঙ্কাজন ব্যবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল রাশেদ (৪২), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) ও দুই বছর বয়সী ছেলে রিফাত।

দগ্ধ সোনিয়া জানান, তারা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন নারংগাই রোডের একটি বাড়ির নিচতলাতে ভাড়া থাকেন। সেখানেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাশেদেে কসাইয়ের দোকান রয়েছে। আর সোনিয়া গৃহিণী। বাসায় তারা গ্যাসের অন্যান্য ব্যবস্থা ছাড়াও বাসাটিতে লাইনের গ্যাসও রয়েছে। গত রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ রুমের ভেতর আগুন জ্বলে ওঠে। ঘুম ভাঙতে তাদের শরীরে আগুন দেখতে পান। এরপর শরীরে আগুন নিয়েই দ্রুত বাসা থেকে বের হয়ে যান।

তিনি জানান, লাইনের গ্যাস লিক হয়ে বাসার ভেতর জমেছিল। আর মশার কয়েল থেকে আগুনের সংস্পর্শে তা বিস্ফোরণ হয় বলে ধারণা তাদের।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রাশেদের শরীরের ৮৫ শতাংশ, সোনিয়ার ২০ এবং রিফাতের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশংকাজনক।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।