ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, অক্টোবর ২৫, ২০২২
বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশাল: আবহাওয়ার উন্নতি হওয়ায় বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল শুরু হয়েছে। সেইসঙ্গে রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যথা নিয়মে যাত্রীবাহী দূরপাল্লার লঞ্চগুলোও ছেড়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ৯টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে। আর রাতে ঢাকা-বরিশাল রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে সকাল থেকে বরিশালে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে।

বরিশাল জেলায় প্রস্তুত থাকা ৫৪১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় ২৫ হাজার মানুষ বাড়ি ফিরে গেছেন। সেইসঙ্গে গবাদিপশুকেও নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।