ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং

কুমিল্লায় গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, অক্টোবর ২৫, ২০২২
কুমিল্লায় গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছচাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা সম্পর্কে বাবা, মা ও মেয়ে।  

সোমবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথী আক্তার ও লিজা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল বাহার।

চেয়ারম্যান ইকবাল বাহার জানান, ঘরের চালে আম গাছ পড়ে নিজাম উদ্দিনের পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকায় এখনো ঘটনাস্থলে যেতে পারিনি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।  

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।