ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, অক্টোবর ১৮, ২০২২
রাজধানীতে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর ডেমরা ও হাতিরঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. আবু রায়হান, মো. জিয়াউদ্দিন সাগর ও মো. জীবন মিয়া।

অভিযানে তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ আবু রায়হানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুই সহযোগী মো. জিয়াউদ্দিন সাগর ও মো. জীবন মিয়াকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসজেএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।