ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাকেরগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, অক্টোবর ১৮, ২০২২
বাকেরগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন, পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে মায়ের দোয়া বেকারিকে ৫০ হাজার, বাপ্পি মিস্টান্ন ভান্ডারকে ৩০ হাজার, কমল ফল স্টোরকে ৫ হাজার, রাসেল ফল ভান্ডারকে ৫ হাজার, পাদ্রীশিবপুর বাণিজ্য ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানের সময় তার সঙ্গে ছিলেন বিএসটিআই’র পরিদর্শক মো. শহিদুল ইসলাম ও পরিদর্শক মোহসীন রাব্বানী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এমএস/এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।