ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাড়ে ৫৩ হাজার পিস নিষিদ্ধ ওষুধসহ কালোবাজারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, অক্টোবর ১১, ২০২২
সাড়ে ৫৩ হাজার পিস নিষিদ্ধ ওষুধসহ কালোবাজারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে (৫৩,৫০০) পিস বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধসহ কালোবাজারি চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।   তার নাম মো. জামাল উদ্দীন ওরফে সজীব (৩২)।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১০ অক্টোবর) রাতে কোতয়ালী থানাধীন ইসলামপুর মেডিসিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৩ হাজার ৫০০ পিস বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধসহ জামাল নামে কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার জামাল ওষুধ কালোবাজারী চক্রের একজন পেশাদার সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রি নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন ওষুধের দোকানে বিক্রি সরবরাহ করতেন।

গ্রেফতার আসামির নামে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।