ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, সেপ্টেম্বর ৯, ২০২৫
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক তারিকুল শিবলী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে তারিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি ‘চ্যানেল এস’ নামে একটি স্যাটেলাইট টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে অসুস্থ অবস্থায় শফিক আহমেদ নামে আরেক সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

শফিক আহমেদ বলেন, তারিকুল কার্জন হলের সামনে ডাকসু নির্বাচনের সংবাদ লাইভ দেওয়ার পর আরেক স্পটে যেতে গাড়িতে ওঠেন। গাড়িতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে জানতে পারি তিনি মারা গেছেন।

জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তারিকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।