তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূয়র (ডরুপ) আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের প্রয়োজনীয়তা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডরূপ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরূপ’র উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান।
মূল প্রবন্ধে তামাক নিয়ন্ত্রণের জন্য ডব্লিউএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোলের (এফসিটিসি) সঙ্গে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়ার সংশোধনীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টি
প্রস্তাব তুলে ধরেন তিনি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের কোনো বিকল্প নেই।
কেবল সরকারের ওপর ছেড়ে না দিয়ে তামাক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও জানান, তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনীর জন্য তামাক কোম্পানির সঙ্গে কোনো বৈঠক হয়নি।
এ ছাড়া তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাসের জন্য সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান নূর জাহান বেগম।
আরকেআর/এএটি