ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, অক্টোবর ১১, ২০২২
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা দুইটার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।

 

সুমন ঢাকার বংশালের নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।  

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, দুপুরে মোহাম্মদ সুমন নামের ওই পর্যটক স্ত্রী, দুই সন্তান এবং আত্মীয় স্বজনসহ সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। এক পর্যায়ে  সুমন সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভেসে যান। লাইফ গার্ড কর্মীরা সাগরে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল তিনটার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মোহাম্মদ সুমন সোমবার (১০ অক্টোবর) কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।