ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রীমঙ্গল থানার ওসির বিদায় সংবর্ধনা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫১, অক্টোবর ১০, ২০২২
শ্রীমঙ্গল থানার ওসির বিদায় সংবর্ধনা

মৌলভীবাজার: শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশিদ তালুকদারের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল উপজেলা শাখা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যৌথ উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি কুমুদ রঞ্জন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ব্যক্তি ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল থানার নবাগত ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল মতলিব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. ইরফান উল্লাহ, প্রমুদ রঞ্জন দেবনাথ, মো. ইউনুছ মিয়া, মো. মোয়াজ্জেম হোসেন খান, অরুন চন্দ্র বর্ধন, আব্দুল মান্নান, অমলেন্দু পাল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. ছালেক আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।