ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবচরে তিন জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, অক্টোবর ৯, ২০২২
শিবচরে তিন জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

মাদারীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে চরজানাজাত নৌ-পুলিশ। এ সময় ১০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

রোববার (৯ অক্টোবর) দুপুর পর্যন্ত চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জাহানুর আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে পদ্মা নদীর শিবচর অংশে অভিযান চলমান রয়েছে। তবে, গত দুই দিনে নদীতে জেলেদের উপস্থিতি লক্ষ্য করা না গেলেও রোববার ইলিশ শিকারে থাকা তিন জেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিন করে সাজা দেওয়া হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রিয়াজুর রহমান বলেন, ইলিশ ধরার দায়ে তিন জেলেকে ২০ দিন করে সাজা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টাম অক্টোবর ৯, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।