ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দৌলতখানে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, অক্টোবর ৯, ২০২২
দৌলতখানে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতীকী ছবি

ভোলা: ভোলার দৌলতখানে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার চরনেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।



নিহতরা হলো- মহিউদ্দিনের মেয়ে জিহাদ (৩) ও গিয়াস উদ্দিনের মেয়ে কনিকা (৪)।   তারা সম্পর্কে একে-অপরের ফুফাতো ভাই-বোন।

স্থানীয় সুত্র জানায়, সকালে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশের খালে ডুবে যায় কনিকা ও জিহাদ। পরে বাড়িতে অনেকক্ষণ ধরে শিশু দুইটিকে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই খাল থেকে কনিকা ও জিহাদকে ভাসমান নিথরাবস্থায় উদ্ধার করা হয়। পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় শিশু দুইটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।